প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৫

টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিল ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না এবং এ সিদ্ধান্তে তারা অনড়।
ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করবে না বলে আশ্বাস দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ীই আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে।
সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, আইসিসির সঙ্গে আলোচনার পর তারা স্পষ্ট নিশ্চয়তা পেয়েছেন যে বিশ্বকাপের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ফলে আয়ারল্যান্ডের খেলোয়াড় ও কর্মকর্তারা বিষয়টি নিয়ে এখন নিশ্চিন্ত।
টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা আয়ারল্যান্ডের জন্য স্বস্তির খবর।
অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক বলে জানা গেছে। এই অনিচ্ছার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের একটি প্রস্তাব উত্থাপন করে।
শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ তাদের অবস্থান তুলে ধরে এবং বিকল্প ব্যবস্থার কথা জানায়।
বিশ্বকাপকে ঘিরে এই অনিশ্চয়তার মধ্যে আয়ারল্যান্ডের স্পষ্ট অবস্থান এবং আইসিসির আশ্বাস কিছুটা স্থিতি ফিরিয়ে আনলেও বাংলাদেশের সিদ্ধান্ত ও আইসিসির চূড়ান্ত অবস্থানের দিকে এখন তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।