
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৮:১৬

কড়াইল বস্তিবাসীর জীবনমান উন্নয়নে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় বসবাস করা মানুষগুলো যেন মর্যাদার সঙ্গে মাথা গোঁজার ঠাঁই পায়, সে লক্ষ্যেই ভবিষ্যতে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হবে।
মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করে এসেছে। অতীতে দল যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, তখন মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন তিনি।
কড়াইল এলাকার আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে বসবাসকারী মানুষ দীর্ঘদিন ধরে নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সমস্যা সমাধানে ধাপে ধাপে পরিকল্পনা নেওয়া হবে। উঁচু ভবন নির্মাণ করে সেখানে কড়াইলবাসীর জন্য ছোট আকারের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা এই এলাকায় বসবাস করছেন, তাদের নাম নিবন্ধনের মাধ্যমে ফ্ল্যাটগুলোর মালিকানা তাদের কাছেই হস্তান্তর করা হবে। এতে করে ঢাকার বুকে এই মানুষেরা স্থায়ী ঠিকানা ও নিরাপত্তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, কড়াইল এলাকার শিশুদের জন্য লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসাসেবার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে চান তিনি। এলাকাভিত্তিক ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, অতীতে বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল, ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত করা হবে। মা-বোনদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালুর চিন্তাভাবনাও রয়েছে বলে জানান তিনি।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, তিনি নিজেও এই এলাকার কাছাকাছি বড় হয়েছেন এবং কড়াইলবাসীর সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে। যতদিন বেঁচে থাকবেন, ততদিন কড়াইল এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।