তাবলিগ জামাতের ঘটনা নিয়ে মাওলানা আজহারীর আবেগমাখা স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৬:১২ অপরাহ্ন
তাবলিগ জামাতের ঘটনা নিয়ে মাওলানা আজহারীর আবেগমাখা স্ট্যাটাস

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী তাবলিগ জামাতের বর্তমান সংকট নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দেওয়া এই পোস্টে তিনি তাবলিগ জামাতের নেতৃত্বের কাছে দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্মের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান। 


আজহারী তার স্ট্যাটাসে বলেন, "তাবলিগ জামাতের নেতৃত্বস্থানীয় মুরুব্বিদের বলবো, আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনাদের মধ্যে একে-অপরকে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে। দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে। এই সংকট শুধু একটি দলের সমস্যা নয়, এটি বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তির প্রশ্ন।" 


তিনি আরো বলেন, তাবলিগ জামাতের সংঘর্ষ ও বিভাজন দেশের মুসলিম সম্প্রদায়কে ক্ষতির মুখে ফেলতে পারে এবং এটি প্রতিবেশী দেশের গণমাধ্যমের কাছে ইসলামের প্রতি বিরূপ ধারণার জন্ম দিতে পারে। "এটা খুবই দুঃখজনক হবে যদি আপনি নিজের ভুলের কারণে দেশের বাইরে ইসলামি আন্দোলনগুলোর বিরুদ্ধে বিতর্ক তৈরি করেন," উল্লেখ করেন তিনি।


আজহারী তার পোস্টে ইতিহাসের উদাহরণ দিয়ে বলেন, "মদিনার আউস ও খাযরাজ গোত্রের মধ্যে শত বছরের শত্রুতা ছিল। কিন্তু নবিজি তাদের একে অপরকে ছোটো ভাবতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তোমরা কেউ বড় নও, বড়ত্ব একমাত্র আল্লাহর।’ নবিজির এই আপ্তবাক্য সব ভেদাভেদ ভুলিয়ে দিয়েছিল।" 


এছাড়া তিনি তাবলিগ জামাতের নেতাদের আত্মসমালোচনার তাগিদও দেন। তিনি বলেন, "আপনারা সঠিক শিক্ষা দেননি বলেই আজ সাথীরা নিজেদের শত্রু মনে করছে। উম্মাহ স্পিরিট থাকলে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো না।" তিনি শামের উদাহরণ দিয়ে বলেন, "যেখানে একাধিক গ্রুপ বিভিন্ন মতাদর্শের হলেও মুসলিমদের স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়েছে।"


মাওলানা আজহারী তাবলিগ জামাতের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আল্লাহর ওয়াস্তে শান্ত থাকুন, মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো উচিত নয়।" তিনি দলবাজির বিরুদ্ধে সতর্ক করেন এবং নবিজির হাদিস তুলে বলেন, "যে আসাবিয়্যাতের জন্য লড়াই করে, সে আমার দলের নয়।" 


আজহারী তার স্ট্যাটাসের মাধ্যমে তাবলিগ জামাতের বর্তমান সংকটের দ্রুত সমাধান এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।