হিলিতে জামায়াতে ইসলামীর যুব বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৭ই সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩০ অপরাহ্ন
হিলিতে জামায়াতে ইসলামীর যুব বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত হাকিমপুর হিলি পৌর শহরের মাঠপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই যুব বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


যুব বৈঠক ও আলোচনা সভায় উপজেলা যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জেলা ওলামা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ তাজুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মোঃ খায়রুল আলম, উপজেলা যুব বিভাগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামী নেতা এ্যাডঃ তোজাম্মেল হক বকুল, শাহিনুর ইসলাম শাহীন, ইব্রাহিমসহ আরও অনেকে। এসময় দারসূল কুরআন, ইসলামি আন্দোলনে কর্মীদের কাঙ্ক্ষিত মান, শপথের আলোকে আমাদের জীবন সম্পর্কে আলোচনা করা হয়।