মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় আয়োজিত প্যারেডে জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এসময় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।
প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটের সদস্যদের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার কর্মপরিকল্পনা তুলে ধরে উপস্থিত সদস্যদের দিকনির্দেশনা দেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় কমলগঞ্জ থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। কুলাউড়া থানার মোঃ আব্দুল আলীম শ্রেষ্ঠ এসআই, কমলগঞ্জ থানার এএসআই মোঃ হামিদুর রহমান শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন।
এছাড়া সাজিদ আহমেদ মুখলেছ শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট, মোঃ আবু নাইয়ুম শ্রেষ্ঠ ডিবি অফিসার, মোঃ মলাই মিয়া শ্রেষ্ঠ সিএসআই, এবং নারী এএসআই ফাহিমা খাতুন শ্রেষ্ঠ জিআরও মনোনীত হন। সন্তোষজনক পারফরম্যান্সের জন্য সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্স এর আরআই, রিজার্ভ অফিসের আরও-১ এবং ডি-স্টোরের ইনচার্জ বিশেষ পুরস্কারে ভূষিত হন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ কামরুল হাসান।
পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, “পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মাননা অর্জনকারী কর্মকর্তারা ভবিষ্যতে আরও উৎসাহিত হয়ে কাজ করবেন।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।