https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভোগের প্রচ্ছদে মালালা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুন ২০২১, ২১:২৩

শেয়ার করুনঃ
ভোগের প্রচ্ছদে মালালা

নারীশিক্ষা সংক্রান্ত প্রচারণার কারণে তালেবানের হামলার শিকার হয়ে আলোচনায় আসা পাকিস্তানের মালালা ইউসুফজাই এবার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হলেন।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ২৩ বছরের মালালা ব্যক্তি, জীবন-বিশ্বাস, লেখাপড়া, টুইটারে সক্রিয়তা ও অ্যাপল টিভি প্লাসের সঙ্গে প্রযোজক হিসেবে অংশীদারত্বসহ নানা বিষয়ে কথা বলেছেন লাইফস্টাইল সাময়িকীটির সঙ্গে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

১৭-তে পা রেখে সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কারজয়ী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন মালালা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ম্যাগাজিনটিতে গ্রেটা থানবার্গ ও এমা গনজালেসের মতো কিশোরী সংগঠকদের সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন তিনি। মালালা বলেন, ‘একজন কিশোরীর হৃদয় যে শক্তি বহন করে তার সম্পর্কে আমি জানি।’

ভোগের জুলাই সংখ্যায় প্রধান মুখ মালালা সম্পর্কে কথা বলেছেন কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিত্ব। যেমন; সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও অ্যাপলের সিইও টিম কুক।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ম্যাগাজিনের জন্য মালালার ছবি তুলেছেন নিক নাইট। প্রচ্ছদে স্টেলা ম্যাককার্টিনির নকশা করা উজ্জ্বল লাল পোশাক ও ওড়না পরেন তিনি। এ ছাড়া অন্য ছবিতে লাল পোশাক ও লিনেন ট্রাউজারে সেজেছেন, যার নকশা করেছেন উরুগুয়ের গাব্রিয়েলা হেয়াস্ট। সঙ্গে আছে নীল ওড়না।

এ সম্পর্কিত আরও পড়ুন

প্যালেস্টাইন-২’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরাইল

প্যালেস্টাইন-২’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরাইল

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নতুন একটি অভিযান দখলদার ইসরাইলের বিরুদ্ধে শক্ত বার্তা হয়ে উঠেছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সরাসরি ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর ওপর আঘাত হেনেছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি বিশেষ প্রতিরোধমূলক অভিযান, যেখানে উন্নত প্রযুক্তির অস্ত্রের সফল প্রয়োগ ঘটেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরাইলের দখলকৃত এলাকায়

রাফাহ পুরোপুরি দখল ফেলেছে ইসরায়েলি বাহিনী

রাফাহ পুরোপুরি দখল ফেলেছে ইসরায়েলি বাহিনী

নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর অঞ্চল গাজা উপত্যকা। সর্বশেষ পরিস্থিতিতে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে পুরোপুরি দখল করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী ‘মোরাগ করিডর’ দখলে নিয়ে রাফাহকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত প্রায় দেড় বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে রাফাহ ছিল বাস্তুচ্যুত

ইসরায়েলের নমনীয়তা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলের নমনীয়তা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে মিসর ও কাতার। চলতি বছরের জানুয়ারিতে চুক্তি হলেও মার্চে ইসরায়েলের হামলার মাধ্যমে তা ভঙ্গ হয়। এরপর থেকে উভয় পক্ষই নিজেদের শর্তে অনড় থাকায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা আটকে যায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কিছুটা নমনীয় হয়েছে দখলদার ইসরায়েল।   মিসরের প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি এবং আটজন জীবিত

চীনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

চীনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ অবসানে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকটি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যদি দেশগুলোর সঙ্গে চুক্তি করা যায়, তবে বাণিজ্য নীতিতে স্থিরতা আসবে। এতে আন্তর্জাতিক বাজারের

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪০

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪০

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা যেন থামছেই না। প্রতিদিনই বেড়ে চলেছে নিহত ও আহতের সংখ্যা। একের পর এক বিমান হামলায় বিধ্বস্ত হচ্ছে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এমনকি রাস্তাঘাটও। সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।   গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহতের এই সংখ্যা ছাড়াও নতুন করে আহত হয়েছেন আরও