প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২২:১৬
সৌদি আরব হঠাৎ করেই ভারতের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার হজে আগ্রহী ভারতীয় মুসলিম। ১২ এপ্রিল নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। বিশেষ করে যাঁরা ইতোমধ্যেই সব পেমেন্ট সম্পন্ন করেছেন, তাঁদের মধ্যে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।