প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২১:৪৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য করে তাদের কেউই রেহাই পাবে না। তিনি স্পষ্ট করে বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যহীন, সেসব দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউস সম্প্রতি চীন থেকে আমদানিকৃত স্মার্টফোন ও কম্পিউটারের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে সাময়িক পদক্ষেপ বলে মন্তব্য করেন।
