কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তির পক্ষে এই রিটটি দায়ের করেন।
রিটকারী পক্ষের আইনজীবী কাজী আকবর আলী গণমাধ্যমকে জানান, এই রিটটি আগামী রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।
রিট আবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে যেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণে বিরত রাখা হয়।
এছাড়া রিটে আরও অনুরোধ জানানো হয়েছে যে, আইন, প্রতারণামূলক রায় ও ডিক্রির কারণে যেসব ত্রুটি রয়েছে, সেসবের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হোক।
এর আগে, গত ২৭ এপ্রিল নির্বাচনি ট্রাইব্যুনালের একটি রায়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল বা রিভিউ না করে গেজেট প্রকাশ ও শপথগ্রহণের উদ্যোগ নেওয়ায় বিতর্ক তৈরি হয়। ফলে ঢাকার দুই বাসিন্দা সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে গেজেট প্রকাশ ও শপথ থেকে বিরত থাকতে আহ্বান জানান।
রিটে এসব বিষয় তুলে ধরে বলা হয়েছে, বিতর্কিত রায় ও ডিক্রির কার্যকারিতা স্থগিত না করা হলে তা জনমনে বিভ্রান্তি ও আইনগত জটিলতা সৃষ্টি করবে।
সেই প্রেক্ষিতেই এবার হাইকোর্টে সরাসরি রিট করা হলো যাতে উচ্চ আদালতের পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টির আইনি সমাধান হয়।