প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:১৯
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর তিনি দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরের বছর ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। বিচারপতি খায়রুল হক তার পেশাগত জীবনে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করেন।
এই রায়ের ফলে দেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় এবং তা দেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার এ রায় শেখ হাসিনার দল আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা ধরে রাখার পথ সুগম করেছিল।
বিচারাঙ্গনে খায়রুল হকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছিল বহুবার। অভিযোগ রয়েছে, তিনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতির পদে বসেন এবং প্রধান বিচারপতি থাকাকালে রাষ্ট্রের ত্রাণ তহবিল থেকে অর্থ নিয়ে চিকিৎসা করেন। এছাড়াও বিতর্কিতভাবে কিছু বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার বাতিল এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের সিদ্ধান্তে তার ভূমিকা ছিল।
খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্ট মাসে তার বিরুদ্ধে আইনজীবীরা মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেশের জনগণকে প্রতারিত করেছেন এবং জালিয়াতির মাধ্যমে রায় তৈরি করেছেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগেও মামলা হয়েছে তার বিরুদ্ধে।
আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে গাড়িচালককে চাকরি থেকে জোরপূর্বক অবসরে পাঠানোর ঘটনাও আলোচিত হয়েছে। ভুক্তভোগী সামসুল আলম বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এবং চাকরি ফেরত পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এটিকে আইন ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থার পুনঃস্থাপনের অংশ হিসেবে দেখলেও, অপরপক্ষ এটিকে প্রতিশোধমূলক রাজনীতির ধারাবাহিকতা বলে মনে করছে।