https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিচার বিভাগের সংস্কার ছাড়া সেক্টরের উন্নয়ন অসম্ভব: প্রধান বিচারপতি

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১৬:২৩

শেয়ার করুনঃ
বিচার বিভাগের সংস্কার ছাড়া সেক্টরের উন্নয়ন অসম্ভব: প্রধান বিচারপতি
হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না হলে দেশের কোনো সেক্টরের সংস্কারের স্থায়িত্ব সম্ভব নয়। তিনি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘সংস্কারের বার্তা দেশের প্রতিটি জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন এবং সে লক্ষ্যেই তিনি সারা দেশে সফর করছেন।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানের পর বিচার বিভাগে দায়িত্ব গ্রহণের পর, বিচার ব্যবস্থার অবকাঠামো এবং সাংবিধানিক সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছিলাম, যা কিছুটা সফল হয়েছে। তবে আরও অনেক কাজ বাকি রয়েছে।’’ তিনি বরিশাল থেকে তার সফর শুরু করে বর্তমানে রংপুরে অবস্থান করছেন।

এ সময় তিনি হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এ বৃত্তি ফান্ডের মাধ্যমে এসব শিক্ষার্থীরা সাহায্য পেয়ে আরও ভালোভাবে তাদের শিক্ষা জীবন গড়তে পারবেন বলে তিনি জানান।

তিনি তার বাবা মরহুম ব্যারিষ্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘‘আমার বাবা হিলি রামনাথ স্কুলে পড়াশোনা করেছিলেন। আজও সেখানে আমার দাদার নামেই একটি অডিটোরিয়াম নির্মিত হয়েছে।’’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, দিনাজপুর জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিচারকরা এবং হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী।

এ সম্পর্কিত আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট সমাধানের প্রতিশ্রুতি-আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট সমাধানের প্রতিশ্রুতি-আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তরবর্তী সরকারের আমলেই বিচারক সংকট, অবকাঠামোগত উন্নয়নসহ সব প্রয়োজনীয় সংস্কার করা হবে। শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভবন নির্মাণের জন্য পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় বিচারক সংকট এবং এজলাস সংকট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বান্দরবানে বর্তমানে যে কোর্টটি রয়েছে, সেখানে জায়গার

অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিংকি কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিংকি কারাগারে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদস্য দিলশাদ আফরিন পিংকিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এই আদেশ দেন।   মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর রমনা এলাকা থেকে গত ১০ এপ্রিল দিলশাদ আফরিন পিংকিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার

রাজউক প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের গ্রেফতারি পরোয়ানা

রাজউক প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের গ্রেফতারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং আরও ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।   ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুদকের জমা দেওয়া চার্জশিট আমলে নিয়ে এ রায় দেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের জন্য এ পরোয়ানা জারি করা হয়েছে।   দুদকের

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে একজন যুবলীগ কর্মীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, সুমাইয়া আক্তার রিমি ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা ৭০ বছর বয়সী কাওসার হোসেন ওরফে মিন্টু

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৩২ কোটি টাকার জমি জব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৩২ কোটি টাকার জমি জব্দ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সংশ্লিষ্টদের ৩২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। বুধবার জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।   দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবিল হকের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এসব জমি চট্টগ্রামের কর্ণফুলী, ডবলমুরিং, কোতোয়ালীসহ আট থানা এবং গাজীপুর সদরে অবস্থিত।