প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৩:৩
রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়ম-দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করেন।
জানুয়ারি মাসে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে দুদক। অভিযোগে বলা হয়, পূর্বাচল প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নিজ এবং স্বজনদের নামে প্লট বরাদ্দ দিয়েছেন তারা। পরবর্তীতে গত ২৫ মার্চ ওই ৬ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক, যেখানে সব আসামিকে পলাতক দেখানো হয়।
এ মামলাগুলোর ভিত্তিতে আদালত চলতি বছরের ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে।
গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন। তার ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরাও বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
দুদক ২০২৩ সালের ডিসেম্বর থেকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দের বিষয়ে তদন্ত শুরু করে। ১২ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করা হয়। এরপর ১৩ জানুয়ারি শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা দায়ের করে দুদক।
১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও দুটি মামলা করে সংস্থাটি। মোট ৬ মামলার সবকটিতেই প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে।
এই মামলাগুলোর বিচার কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের উচ্চপর্যায়ের দুর্নীতিবিরোধী আইনি পদক্ষেপ আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।