প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১৮
বিদেশি ফল হলেও এখন দেশের মাটিতেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর রামবুটান। লিচুর মত দেখতে, লোমশ ত্বকযুক্ত এবং লালচে রঙের এ ফল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সফল চাষি মোঃ আঃ রহমানের হাত ধরেই এ অঞ্চলে রামবুটান ফল চাষে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।