রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে শরীয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুনক্ষেতে নিয়ে গিয়ে বাবু খানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
পরে ২২ ফেব্রুয়ারি সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তে পুলিশ অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এবং খোরশেদ সরদার ও শাজাহান সরদারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানি ও প্রমাণ পর্যালোচনার পর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সাজা প্রদান করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, “এই হত্যা মামলাটি প্রথমে অজ্ঞাত ছিল। তবে পুলিশের নিরলস তদন্তে অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়েছে। আদালত সঠিক বিচার করেছেন।”