দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: রবিবার ১লা আগস্ট ২০২১ ০৯:২৪ অপরাহ্ন
দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার ধ্বংস

দেবীদ্বারে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালি উত্তোলনে দুটি ড্রেজার ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 



রোববার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গজারিয়া গ্রামের বিলের মাঝে ফসলি জমি নষ্ট করে বালি উত্তোলন করার অভিযোগে ওই অভিযান পরিচালিত হয়। 



ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিন মালিককে খুঁজে না পেয়ে দুটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। 



ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুপ রতন সিংহ। 



এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ আল-আমিন, ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ।



জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ বলেন, ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও মাটির ভূগর্ভস্থ নষ্ট করে কোন কাজ করা যাবেনা, তাছাড়া প্রধান মন্ত্রীর নির্দেশনাও রয়েছে মাটি কাটার কারনে কোন ফসলী জমি নষ্ট করা যাবেনা। 



যারা সরকারি আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার মেশিন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।