আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও নিজেদের দলীয় প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা বহাল রেখেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনী জোট গঠন করলেও প্রতিটি দলকে তাদের স্বীকৃত প্রতীকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
রুল খারিজ হওয়ায় অতীতের মতো বড় দলের প্রতীকে ছোট দলগুলোর নির্বাচন করার সুযোগ থাকছে না। নির্বাচনী জোটের কাঠামো বজায় থাকলেও ভোটে প্রতীকগত স্বাধীনতা রক্ষা করতে হবে দলগুলোকে।
আইনজীবীরা বলছেন, রায়ের ফলে প্রতিটি দলের নিজস্ব পরিচয় ও সাংগঠনিক অস্তিত্ব আরও সুস্পষ্ট হবে। পাশাপাশি ভোটারদেরও প্রতিটি দলের আলাদা অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে। তফসিল ঘোষণার পর এই রায় নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।