বিএনপিতে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না: রফিকুল ইসলাম জামাল

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ৮ই নভেম্বর ২০২৪ ০৭:০৯ অপরাহ্ন
বিএনপিতে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না: রফিকুল ইসলাম জামাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বলেছেন, "বিএনপিতে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর কোনো জায়গা হবে না।" তিনি আরও বলেন, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলাকে আগামীতে মাদকমুক্ত উপজেলা গঠন করা হবে। জামাল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মার্কেট চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বিএনপির নেতা রফিকুল ইসলাম জামাল তার বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, "স্বৈরাচারী হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা দেশের জনগণ আর সহ্য করবে না।" তিনি আরও বলেন, "এ জেলার দানব আমির হোসেন আমু ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন। তার গ্রেফতার হওয়ার পর জেলার মানুষ মিষ্টি বিতরণ করেছে।" জামাল মনে করেন, দেশের মানুষ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে, এবং তারেক রহমানই হবে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।


এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা নেতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।" তিনি আরো যোগ করেন, “বিএনপি জনগণের দল, এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়ী হবে।”


উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বলেন, "আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণ আর বেশি সময় সরকারের ভুল নীতি সহ্য করবে না।"

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।


আলোচনা সভাটি শেষ হলে উপস্থিত নেতারা জেলা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর গ্রেফতারের বিষয়ে আনন্দ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করেন। বক্তারা আশাবাদী, বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনবে।