ফ্যাসিস্টদের প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ১২:০২ অপরাহ্ন
ফ্যাসিস্টদের প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট, গণহত্যার আসামি এবং নিষিদ্ধ সংগঠনগুলোর প্রচার-প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, "যারা গণহত্যার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের নেতাদের মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করার সুযোগ দেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগের চরিত্র দুই ধরনের। একদিকে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা, গুম ও নির্যাতন চালায়, অন্যদিকে সুশীল সমাজ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে ফ্যাসিবাদের বৈধতা সৃষ্টি করার চেষ্টা করে।” 


তিনি আরও বলেন, "এই কুখ্যাত প্রোপাগান্ডিস্টরা এখন নিষিদ্ধ ছাত্রলীগের খুনি নেতাদের জনসম্মুখে আনা এবং সেটিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এমনকি তারা আওয়ামী লীগের বক্তব্য বিরোধী দলের বক্তব্য হিসেবে প্রচার করতে চায়, যা দেশের রাজনৈতিক বাস্তবতার বিপরীত।"


নাহিদ ইসলাম তার পোস্টে আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন গণহত্যা ও পঙ্গুত্বের হুমকি দিচ্ছে। তারা ভুলে গেছে যে, বাংলাদেশে জুলাই-আগস্টে এক ভয়াবহ গণহত্যা ঘটেছে, যেখানে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ পঙ্গু হয়ে গেছে।"


তিনি শেষদিকে যোগ করেন, “এই আন্দোলন, কৌশল বা প্রচার চেষ্টায় কোনো লাভ হবে না। আওয়ামী লীগ এখন বিচারের কাঠগড়ায়। যারা তাদের সমর্থন করছে, তাদের উচিত জনগণের পক্ষে কাজ করা।” 


এছাড়া, তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন শক্তির প্রচার চালানো এবং সমাজে তাদের প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।