সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করল বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ন
সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করল বিএফআইইউ


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


২ অক্টোবর, পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত শুরু করে বিএফআইইউ। সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছিল। তদন্তের পর, সরকারের নির্দেশে সাকিবের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ সিদ্ধান্তের ফলে সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা আরও কমে গেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত খেলা থেকে বিরতি নেন সাকিব, তবে ভবিষ্যতে আবার ক্রিকেটে ফিরবেন কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইতোমধ্যে, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার এখন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্নের মুখে।


এছাড়াও, সাকিব ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে রাজনীতির চিত্র বদলে গেলে এবং সংসদ ভেঙে গেলে তিনি সংসদ সদস্য পদ হারান, এরপর থেকেই তিনি বিদেশে রয়েছেন।