দেখা মিলল কিমের রক্ষিতাবাহী ট্রেনের
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে একজন আলোচিত ব্যক্তিত্ব উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। তাকে ঘিরে কাটছে না ধোঁয়াশা। পশ্চিমা অনেক ট্যাবলয়েডের দাবি, মারা গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তবে তিনি বেঁচে আছেন’ এবং ‘ভালো আছেন’ বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। তবে কিমের ব্যক্তিগত ট্রেনটি সম্প্রতি উত্তর কোরিয়ার একটি অবকাশযাপন কেন্দ্রের স্টেশনে দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি দল।
তারা জানিয়েছে, এই ট্রেনেই কুমারী রক্ষিতাদের নিয়ে ঘুরে বেড়াতেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার তাদের এক খবরে জানিয়েছে, কিমের ২০টি বগি সম্বলিত ব্যক্তিগত ট্রেনটি রাজকীয়ভাবে সাজানো। এর মধ্যে সবচেয়ে দামী সম্পদ হচ্ছে কিমের কুমারী রক্ষিতারা।
জানা গেছে, কুমারী রক্ষিতা বাছাই করতে ২০১৫ সালে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে রক্ষিতাদের বাছাই করেন কিম। কিপ্পুমজো নামের ওই কুমারী রক্ষিতাদের দলে আছেন প্রায় দুই হাজার নারী।
এর আগে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন প্রয়াত হয়েছেন বলে দাবি করে হংকং টিভি। এরপর থেকে কিমের ‘মৃত্যু’ সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমেও শুরু হয় সরগরম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।