প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১৯:১২
গাজার যুদ্ধবিরতি ও বন্দি প্রত্যাবর্তনের দাবিতে শনিবার (৪ অক্টোবর) রাতে তেল আবিবের রাস্তায় হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বিশাল ব্যানারে ‘এখন নয়তো কখনোই না’ শ্লোগান ধারণ করে পথসমাবেশ করে এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই বার্তা প্রতিধ্বনিত করেছেন এবং বিক্ষোভের ব্যানারের ছবি পোস্ট করেছেন।