রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশন এলাকায় আয়োজিত মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন মেলা স্থলে গিয়ে সংশ্লিষ্টদের মেলা বন্ধের আদেশ দেন।
বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে এখানে মেলার আয়োজন করে আসছিলেন স্হানীয়রা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে দেশে এবার কোথাও কোথায় মেলা বসতে পারবেনা। সেই নির্দেশনার প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলা বন্ধ করা হয়েছে।
এলাকার কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, এ বছর দৌলতদিয়া রেলষ্টেশন এলাকায় আয়োজিত মেলায় ৩৫ টি দোকান বসেছিল। মেলায় বেচা-কেনাও বেশ জমে উঠেছিল। মেলাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মূহুর্তে এসে মেলা বন্ধ করে দেয়ায় সবার মাঝে অসন্তোষ বিরাজ করছে।