প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ২১:১৩
খাগড়াছড়িতে সম্প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার অভিযোগকে বাংলাদেশে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তবে এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মুখপাত্র রাণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। খাগড়াছড়ির ঘটনার জন্য ভারতে দায় চাপানো অযৌক্তিক।”