শাটডাউনের জেরে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। শাটডাউন দীর্ঘায়িত হওয়ায় বেতন পাননি প্রায় আট লাখ কর্মী। এই টালমাটাল পরিস্থিতিতেই বেতন না পাওয়া কর্মীদের জন্য সুখবর দিয়েছে সে দেশের গাঁজা প্রস্তুতকারক এক সংস্থা। সম্প্রতি তারা ঘোষণা করেছে, বেতন না পাওয়া কর্মীদের বিনামূল্যে গাঁজা দেয়া হবে। যুক্তরাষ্ট্রে গাঁজা উত্পাদক সংস্থাগুলোর মধ্যে ‘বাডট্রেডার’ অন্যতম। বেতন না পাওয়ায় যারা গাঁজা কিনতে পারছেন না, তাদের সমস্যার সমাধানে হাত বাড়িয়ে দিয়েছে এই সংস্থা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিনামূল্যে ‘মেডিক্যাল মারিজুয়ানা’ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
ওই পোস্টে জানানো হয়েছে, সরকারি শাটডাউনের জন্য যে সমস্ত ফেডারেল কর্মীরা মেডিক্যাল মারিজুয়ানা কিনতে পারছেন না, তাদের বিনামূল্যে গাঁজা দেবে বাডট্রেডার। তবে যত খুশি গাঁজা বিনামূল্যে দেবে না ওই সংস্থা। ক্যালিফোর্নিয়ার অ্যাডল্ট ইউজ নিয়ম মেনে একটি নির্দিষ্ট পরিমাণ গাঁজা বিনামূল্যে দেবে তারা। বাডট্রেডার সংস্থার সিইও ব্রাড ম্যাকলাঘলিন বলেছেন, বেতন না পেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এই পদক্ষেপ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।