প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫

ইনকিলাব মঞ্চ নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় দুই প্রধান সন্দেহভাজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে বলে রোববার (২৮ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন। তবে ভারতের মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ এই তথ্য প্রত্যাখ্যান করেছে।
