প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৩৪
ইউরোপে অবৈধ অভিবাসন সামগ্রিকভাবে কমলেও মধ্য ভূমধ্যসাগরীয় রুটে বাংলাদেশিরা এখনো শীর্ষ অবস্থানে রয়েছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রনটেক্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছেন ৫০ হাজার ৮৫০ জন বাংলাদেশি — যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি।