প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২২:২৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কক্সবাজারের টেকনাফে চার বছরের শিশু আফসি মনিকে হত্যার ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের প্রধান সড়কে এ মানববন্ধনে এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশু আফসির নির্মম হত্যাকাণ্ডে সমগ্র টেকনাফবাসী আজ শোকাহত ও ক্ষুব্ধ। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে আরও নিরপরাধ শিশুদের প্রাণ যেতে পারে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্বপানখালী এলাকায় সৌদি প্রবাসী ফরিদের বাড়িতে চার বছরের শিশু আফসি মনিকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়। হত্যার পর মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এই নৃশংস হত্যাকাণ্ডে ফরিদের স্ত্রী জাবেদা খাতুন, ছেলে ফয়েজ, আব্দুল আজিজ, মুহাম্মদ ইয়াকুব, উমর, সায়েম ও আরফাতের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
মানববন্ধনে শিশু আফসির পিতা ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ উপস্থিত থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন তার মেয়ের হত্যাকারীরা কোনোভাবেই আইনের ফাঁক গলিয়ে মুক্ত না পায় এবং সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—নিশ্চিত হয়।
বক্তারা আরও বলেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে বয়স কম দেখিয়ে অনেক অপরাধী পার পেয়ে যায়। তাই ১৮ বছরের নিচে যারা জঘন্য অপরাধ করে, তাদের ক্ষেত্রেও যেন সমানভাবে আইন প্রযোজ্য হয়—এ বিষয়ে সরকারকে নতুন করে ভাবার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ এবং আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে দেশবাসীর আস্থা ফিরিয়ে আনা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক। আফসি হত্যার মতো জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তিই হোক ভবিষ্যতের পথনির্দেশ।”
স্থানীয়দের মতে, আফসি হত্যাকাণ্ড টেকনাফের মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এখন পুরো এলাকার একটাই দাবি—“ঘাতকদের ফাঁসি হোক, বিচার দ্রুত হোক।”