প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২১:২৬
চট্টগ্রাম নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ‘ভোটগ্রহণের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই কর্মশালায় জেলার ৭০ জন নির্বাচন কর্মকর্তা অংশ নেন।