প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:২৪
তুরস্কের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০ কর্মী। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার শুরু হওয়া এই আগুন দ্রুতই সাকারিয়া প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
মধ্যাঞ্চলের সেয়িতগাজী জেলায় আগুন নেভাতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন ২৪ সদস্যের দমকল বাহিনী। হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে তারা আগুনে আটকে পড়েন। এ সময় ১০ জন সদস্য আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এখনো মধ্য ও পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দাবানল অব্যাহত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ও বিমান সহায়তা টিম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরে তুরস্কজুড়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, খরা এবং ঘন ঘন দিক পরিবর্তনকারী বাতাস এই দাবানলের জন্য দায়ী।
তুরস্কের আবহাওয়া অধিদফতর আগামী কয়েকদিনে আরও তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেন, বর্তমানে এসকিসেহিরসহ সাতটি অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। তিনি নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করার দাবি উঠেছে বিভিন্ন মহলে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ তুরস্কের পাশে থাকার আশ্বাস দিয়েছে। দাবানলে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানানো হয়েছে। এই দুর্যোগে তুরস্কের জনগণ কঠিন সময় পার করছে।