প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৩৩
ইরানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে পাকিস্তানের চাগাই বিভাগের মাসকিল সীমান্ত এলাকায় ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। বুধবার (২৪ জুলাই) তাফরান সীমান্তের কাছে চালানো এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনবিরল মাসকিল অঞ্চল দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ও পাচারকারীদের রুট হিসেবে পরিচিত। এই পথেই বাংলাদেশি নাগরিকরা দলবদ্ধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।
সূত্র বলছে, আটক বাংলাদেশিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তবে এরপর তারা কোনো বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়াই ইরানে যাওয়ার চেষ্টা করেন।
সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে ঢোকার আগে নিরাপত্তারক্ষীরা তাদের থামিয়ে কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু সেগুলো দেখাতে ব্যর্থ হলে সবাইকে ঘটনাস্থলেই আটক করা হয়।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, আটক বাংলাদেশিরা কোনো মানবপাচারকারী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই চক্র সীমান্তবর্তী এলাকায় সক্রিয় এবং দালালদের সহায়তায় অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে থাকে।
বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী মানবপাচারের সঙ্গে জড়িত চক্র শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।