প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:৩৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ইসরাইলের পার্লামেন্ট নেসেট অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের অংশ হিসেবে সংযুক্ত করার আহ্বান জানিয়ে একটি প্রতীকী প্রস্তাব পাস করেছে।
বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ভোটে ৭১ জন সদস্য প্রস্তাবের পক্ষে এবং ১৩ জন সদস্য বিপক্ষে ভোট দেন। যদিও এই প্রস্তাবটির কোনও আইনি বাধ্যবাধকতা নেই, তবুও এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা হলে দেশের নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, এটি ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। যদিও এটি আইনত বাধ্যতামূলক নয়, তবে ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
মূলত গত বছর এই প্রস্তাবটির সূচনা করেছিলেন ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি নিজে একটি অবৈধ ইসরাইলি বসতিতে বসবাস করেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে থাকা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ হিসেবে বিবেচিত হয়। এমনকি ইসরাইলের নিজস্ব আইনেও কিছু বসতি অবৈধ।
বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। একই সঙ্গে সেখানে পাঁচ লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী রয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যদিও প্রস্তাবটি প্রতীকী, তবুও এটি ইসরাইলের ডানপন্থি জোটের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিন-ইসরাইল সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।