প্রকাশ: ১৪ মে ২০২৫, ০:১৭
কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক অভূতপূর্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার কাতারের রাজধানী দোহায় এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১৬০টি বিমান কিনবে। এএফপির খবরে জানানো হয়, এই বিমানগুলোর মোট মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি।
চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প একে বোয়িং-এর ইতিহাসে ‘সবচেয়ে বড় অর্ডার’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “এটা অসাধারণ। এটাই রেকর্ড।”
শুধু বাণিজ্য নয়, এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও হয়েছে। কাতার যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির MQ-9B ড্রোন কিনবে বলেও জানানো হয়।
এই বৈঠকে দুই নেতা প্রায় দুই ঘণ্টা সময় কাটান। তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় সফরের দ্বিতীয় ধাপ। সফরের প্রথম ধাপে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব ৩০০ বিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত ‘সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম’-এ এই ঘোষণা দেন সৌদি যুবরাজ। তিনি জানান, বর্তমানে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনার ওপর কাজ চলছে এবং ভবিষ্যতে তা ১ ট্রিলিয়নে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন তারা।
যুবরাজ আরও বলেন, সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান অংশীদার এবং দুই দেশের যৌথ বিনিয়োগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেছে।
উল্লেখ্য, ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার চার দিনের এই কূটনৈতিক সফর শেষ করবেন।