প্রকাশ: ১৪ মে ২০২৫, ২২:৪৩
ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৪ মে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে মূল সড়কে চলাচলরত ব্যাটারিচালিত রিকশাগুলি জব্দ করা হয় এবং কয়েকটি রিকশা ভেঙে দেওয়া হয়। মূল সড়কে এসব অবৈধ রিকশার চলাচল নিষিদ্ধ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে কিছু রিকশার চালকরা মানবিক দৃষ্টিকোণ থেকে নিজেদের ক্ষতির কথা জানালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে মোট ১.৫ লাখ টাকার চেক প্রদান করেন।
ডিএনসিসির প্রশাসক এ সময় বলেন, মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্ত চালকদের সহায়তা করা হলেও ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হবে না। তিনি জানান, ঢাকা শহরের প্রধান সড়কে রিকশা চলতে দেওয়া হবে না এবং যারা ব্যাটারি চালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে। তবে, তিনি আশ্বস্ত করেন যে, ডিএনসিসি রিকশা চালকদের জন্য চাকরি সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রিকশাচালকরা হলেন সিরাজগঞ্জের মো. খলিল, ময়মনসিংহের রাসেল মিয়া, এবং বরিশালের সুমন মৃধা। তারা সবাই সড়কভিত্তিক জীবনযাপন করেন। ডিএনসিসির প্রশাসক আরো বলেন, সড়কের শৃঙ্খলা পুনরুদ্ধার এবং যাত্রী নিরাপত্তার জন্য সরকার ব্যাটারি চালিত রিকশা তৈরির অনুমোদন দিয়েছে। সেইসাথে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
এছাড়া, ব্র্যাক ইতোমধ্যে প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে, যা এ মাসের মধ্যেই শুরু হবে। এ অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং ডিএনসিসির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।