প্রকাশ: ১৪ মে ২০২৫, ২২:২৩
সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘদিনের নীরবতা যেন কাটতে চলেছে। আন্তর্জাতিক মঞ্চে তার ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবার মাঠে ফিরছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও বিস্তারিত কিছু জানাননি।
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তার সর্বশেষ উপস্থিতি ছিল আবু ধাবি টি-টেন লিগে, যেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন ৩০ নভেম্বর। তারও আগে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে অংশ নেন। এরপর থেকে তিনি ছিলেন একপ্রকার অনুপস্থিত।
নভেম্বরে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজেও তার থাকার কথা থাকলেও রাজনৈতিক কারণে দেশে ফেরা সম্ভব হয়নি। এরপর থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। একই সঙ্গে বোলিং অ্যাকশনের সমস্যা যেন তার ফেরাকে আরও জটিল করে তোলে।
কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় নিষিদ্ধ হন বোলিং থেকে। যদিও পরবর্তীতে সেই ত্রুটি শুধরে গত মার্চে পুনরায় বোলিংয়ের অনুমতি পান তিনি। তারপরও সেভাবে কোনো ফ্র্যাঞ্চাইজি বা দেশের হয়েও খেলতে দেখা যায়নি তাকে।
এক সময় যে সাকিব আইপিএল থেকে পিএসএল, সব ফ্র্যাঞ্চাইজি লিগেই ছিলেন দলগুলোর প্রথম পছন্দ, এবার কোনো দলেই জায়গা পাননি শুরুতে। তবে অবশেষে লাহোর কালান্দার্স তাকে সুযোগ দেওয়ায় আবার আলোচনায় ফিরেছেন তিনি।
ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের কারণে গত শুক্রবার পিএসএল স্থগিত হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আগামী শনিবার থেকে টুর্নামেন্টটি পুনরায় শুরু হচ্ছে। সেখানেই মাঠে দেখা যেতে পারে সাকিবকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব বরাবরই ধারাবাহিক ছিলেন। এবার পিএসএল হবে তার জন্য নিজের পারফরম্যান্স প্রমাণের মঞ্চ। থমকে থাকা ক্যারিয়ারকে আবার গতি দিতে তিনি কতটা প্রস্তুত, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।