প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:২৮
গত ডিসেম্বরে সিরিয়ার শাসনের পালাবদলের পর থেকে দেশটির সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলাগুলো সিরিয়ার নতুন সরকারকে সামরিকভাবে দুর্বল করতে সহায়ক হচ্ছে এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করে তুলছে। যদিও তুরস্ক সিরিয়ার নতুন সরকারের ঘনিষ্ঠ মিত্র, তবে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ তাদের দেশের জন্য পছন্দনীয় নয়।