রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশ যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করেছে। একইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. হোসেন, আবু তালেব, সাইদুল খান, ইমাম হোসাইন, সামাদ শেখ, এবং মুতছালিন বাহাদুর।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. এনামুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযানের সময় মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছিল।
নৌ পুলিশ জানায়, জব্দকৃত দুটি ড্রেজারের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. এনামুল হক বলেন, "অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এটি পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত ড্রেজারগুলোও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। স্থানীয় জনগণ এ ধরনের কার্যক্রম বন্ধে পুলিশের এ অভিযানের প্রশংসা করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।