সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৮ জানুয়ারি বিকেলে উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জের চর দোগাছী ভলিবল একাদশ ও রায়গঞ্জের ভাই ভাই পোল্ট্রি ফার্ম ভলিবল দল অংশগ্রহণ করে। খেলার শুরুতেই চর দোগাছী ভলিবল একাদশ এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ভাই ভাই পোল্ট্রি ফার্ম ভলিবল দলের দুর্দান্ত পারফরম্যান্সে তারা জয়লাভ করে।
রোদ্রউজ্জ্বল পড়ন্ত বিকেলে খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শক সমবেত হয়। খেলা দেখতে আসা দর্শকরা নানা ভঙ্গিতে খেলোয়াড়দের উৎসাহ দেন, যা মাঠে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৫ জানুয়ারি প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। তারা আশা করছেন, এই টুর্নামেন্টটি যুবকদের মাদক থেকে দূরে রাখতে এবং শারীরিকভাবে সুস্থ থাকার প্রতি উৎসাহিত করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।