
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯

অবশেষে সোমবার মধ্যরাতে ভারতের লোকসভায় পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। সাত ঘণ্টার বিতর্ক শেষে এই বিল পাস হয়েছে। এবার রাজ্যসভায় বিলটি পাস হওয়ার অপেক্ষায়। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও, সেখানেও বিলটি পাস করিয়ে নেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী মোদি সরকার। নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে ঘরে-বাইরে তীব্র বিরোধিতার মুখে পড়তে হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারকে। বিলে ধর্মীয় বৈষম্য রাখায় অমিত শাহসহ ভারতের শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠল মার্কিন যুক্তরাষ্ট্রে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব