ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় 'বিতর্কিত' নাগরিকত্ব সংশোধনী বিল পাসকে কেন্দ্র করে দেশটির আসামসহ উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে বিক্ষোভ এবং অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার (১৩ ডিসেম্বর) তার পূর্ব নির্ধারিত নয়া দিল্লি সফর বাতিল করেছেন।
এর আগে, একই কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাদের পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর বাতিল হয়েছে। সামনে সুবিধাজনক সময়ে সফরের সূচি আবার জানিয়ে দেওয়া হবে।
এদিকে, দুই দিনের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) বিরোধী আন্দোলনে আসামের পরিস্থিতি উত্তাল। আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি সংক্ষুব্ধ আন্দোলনকারীরা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানিয়ে নির্মাণ করা কয়েকটি শুভেচ্ছা তোরণ গুঁড়িয়ে দেয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।