https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫ ফিলিস্তিনির ফাঁসি কার্যকর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭

শেয়ার করুনঃ
গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫ ফিলিস্তিনির ফাঁসি কার্যকর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সেখানকার ক্ষমতাসীন সংগঠন হামাস। তাদের মধ্যে দুজন ফিলিস্তিনির বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।  

রোববার (৪ আগস্ট) পাঁচ বছরের বেশি সময়ের পর প্রথম উপকূলীয় এই উপত্যকায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এক বিবৃতিতে হামাস বলেছে, রোববার সকালে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে দুজনকে ও ফৌজদারি অপরাধের কারণে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডের আগে তাদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল।

বিবৃতিতে আইনিভাবে রক্ষার পূর্ণ সুযোগ অভিযুক্তদের দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর করা পাঁচ ফিলিস্তিনের নামের আদ্যক্ষর এবং জন্ম সাল প্রকাশ করেছে। তবে তাদের পূর্ণাঙ্গ নাম প্রকাশ করা হয়নি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এতে বলা হয়েছে, রোববার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে দুজন ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ছিলেন। এই দুজনের জন্ম ১৯৭৮ এবং ১৯৬৮ সালে। তারা দুজনই ফিলিস্তিনি।

বিবৃতিতে হামাস বলেছে, গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত দুজনের মধ্যে ১৯৬৮ সালে যার জন্ম, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিসের বাসিন্দা। তিনি ১৯৯১ সালে ইসরায়েলকে ‘প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের তথ্য, তাদের বাসস্থান এবং রকেট লঞ্চপ্যাডের অবস্থান’ সম্পর্কে তথ্য সরবরাহের দায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর মধ্যদিয়ে ২০১৭ সালের পর গাজায় আবার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। ফিলিস্তিন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে।

২০০৭ সালে গাজা দখল করে হামাস। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যে বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছেন। চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল, সেগুলো আগামী ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের প্রতি কড়া অবস্থান বজায় রেখেছেন তিনি। চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫

 যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।   আব্বাস আরাঘচি বলেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেবে ইরান। তবে সেই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলার

গাজায় কোন খাবার ঢুকবে না, না খাইয়ে সকলকে মারার পরিকল্পনা- ইহুদিদের

গাজায় কোন খাবার ঢুকবে না, না খাইয়ে সকলকে মারার পরিকল্পনা- ইহুদিদের

ইসরাইলের অবরোধে গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গাজায় 'গমের একটি দানাও' প্রবেশ করতে দেওয়া হবে না। এই ঘোষণা গাজাবাসীর জন্য নতুন করে দুর্ভোগ ডেকে এনেছে।   সোমবার আনাদোলু বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ এই ঘোষণা দেন। গত ২ মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত, পশ্চিম তীর ও জেরুজালেমে ধর্মঘট

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত, পশ্চিম তীর ও জেরুজালেমে ধর্মঘট

গাজা ও পশ্চিম তীরের ওপর ইসরায়েলের একের পর এক হামলার বিরুদ্ধে প্রতিবাদে ফিলিস্তিনিরা ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার (৭ এপ্রিল) ধর্মঘটের ফলে পশ্চিম তীরের দোকানপাট, বিদ্যালয় এবং প্রশাসনিক ভবনগুলো বন্ধ ছিল। একইভাবে, পূর্ব জেরুজালেমের সালাহেদ্দিন সড়কও ছিল খালি। এই ধর্মঘটের মাধ্যমে ফিলিস্তিনিরা তাদের ওপর চলমান জাতিগত নিধন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছে। ফাতাহ, হামাসসহ ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনগুলোর জোট এই ধর্মঘটের ডাক দিয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জন নিহত, আহত ১৩৭ জন

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জন নিহত, আহত ১৩৭ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নতুন করে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে। হামলায় আরও শতাধিক লোক আহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বার্তাসংস্থা আনাদোলু ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।   আল জাজিরা জানায়, গত সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত ছিল, যার