দেশ রক্ষায় অস্ত্র হাতে ইউক্রেনের নারী এমপি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৬শে ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৬ অপরাহ্ন
দেশ রক্ষায় অস্ত্র হাতে ইউক্রেনের নারী এমপি

ইউক্রেনের নারী সংসদ সদস্য কিরা রুদিক। দেশ রক্ষায় নিজের হাতে তুলে নিয়েছেন অস্ত্র। মাত্র কয়েকদিন আগেও রাষ্ট্রীয় ও দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে সংসদদে কথা বলেছিলেন।তিনি বলেন, রাশিয়ার বিভিন্ন ধরনের হুমকির মধ্যেই আমরা সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছি।কিন্তু যখন রাশিয়া আক্রমণ করল তখন তো আর বসে থাকতে পারি না।


রুদিক শুক্রবার রাতে টুইটারে নিজের হাতে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের পুরুষরা যেভাবে দেশ রক্ষার জন্য কাজ করছেন আমাদের দেশের নারীরাও সেভাবেই মাটিকে রক্ষা করবে।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।টুইটারে ৯১ হাজারের বেশি লাইক পড়েছে।


তিনি বলেন, ‘আমার কাছে এটা খুবই অস্বাভাবিক বিষয় ছিল যে আমি একটি বন্দুক হাতে নিয়েছি, আমি অস্ত্র বহন করছি এবং আমি অন্য মানুষকে গুলি করতে প্রস্তুত। এটার কারন রাশিয়া সেনারা কিয়েভে হামলা করেছে এবং তা দখলে নেয়ার চেষ্টা করছে।’


তিনি বলেন, ‘আমরা আসলে তাদের সাথে খুব কঠিন লড়াই করছি।’সিএনএন জানায়, শনিবার ভোররাতে শহরে বিস্ফোরণের কারণে কিরা রুদিক এবং তার পরিবার একটি আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছেন।