বিশ্বের বুক থেকে হারিয়ে গেলো আরও একটি ভাষা। চিলির ইয়াগান জনগোষ্ঠীর ৯৩ বছর এক নারীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ইয়ামান ভাষার সমাধি হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশ চিলির ইয়াগান জনগোষ্ঠীর সদস্য ক্রিস্টিনা কালদেরন। বিশেষ দক্ষ ছিলেন এই জনগোষ্ঠীর ভাষা ইয়ামানাতে।
মিলিয়ে ইয়াগান গোষ্ঠীর সংখ্যা ১২০০ হলেও একমাত্র ক্রিস্টিনাই ইয়ামানা ভাষায় কথা বলতেন। এই ভাষার শব্দের মূল উৎস বোঝা একটু কঠিন বলে পরের প্রজন্ম ইয়ামানি ভাষায় কথা বলা ছেড়ে দেয়।
২০০৩ সালে বোন মারা যাওয়ার পর একমাত্র ক্রিস্টিনা কালদেরন তিনিই এই ভাষায় কথা বলতে পারতেন। নিজের সঙ্গে নিজেই কথা বলেছেন এতদিন। বিশ্বে বিলুপ্তির পথে থাকা এই ইয়ামানি ভাষাকে দীর্ঘ ২০ বছর একাই টিকিয়ে রেখেছিলেন তিনি।
তবে গেল ১৬ ফেব্রুয়ারি ৯৩ বছর বয়সে মারা যান ক্রিস্টিনা। আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলো আরো একটি ভাষা।
ভাতৃভাষায় রক্ষার উদ্দেশ্যে স্পেনিশ ভাষায় অনুবাদ করে একটি অভিধান তৈরির কাজও করেন তিনি। এই অভিধানের মাধ্যমে ইয়ামানা ভাষাটি টিকে থাকার পথ তৈরি হতে পারে বলে আশা চিলির নতুন সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত ক্রিস্টিনার মেয়ে লিদিয়া গোনজালেজের।
মায়ের সঙ্গে আমাদের সংস্কৃতির একটি স্মৃতিও হারিয়ে গেল। তিনি আমাদের এই অঞ্চলের গর্ব।
ইয়াগান সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক ছিলেন তিনি। জাতিসংঘের ইতিহাস ঐতিহ্য সংস্থা ইউনেস্কো বলছে, বিশ্ব থেকে প্রতি দুই সপ্তাহে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। সেইসঙ্গে বিলুপ্ত হচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতি অংশ। আর এই ভাষা রক্ষার জন্যই রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে সম্মান জানিয়ে বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।