রুশ আগ্রাসনের মধ্যে থাকা ইউক্রেন থেকে ৪৫০ জন বাংলাদেশি পোল্যান্ড, রোমানিয়া এবং মালদোভায় পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, তিন দেশে ৪৫ জন বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় আছে।
তিনি জানান, যারা সরকারের ব্যবস্থাপনায় আছে তারা দেশে ফিরতে চান। বাকিরা দেশে ফিরতে চান না। কিয়েভেও অনেকে আছেন যারা দেশে ফিরতে চান না।
প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনে অনিয়মিত বাংলাদেশি আছেন প্রায় সাতশ’র মতো। তারা দেশে ফেরার জন্য যোগাযোগের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, নিজস্ব ফ্লাইটে আনতে গেলে এতো লোক থাকলে হবে। পোল্যান্ড ১৫ দিন থাকতে দেবে। আর যারা ফেরত আসতে চাইছেন, তাদের দ্রুত আনাও সম্ভব নয়।
শাহরিয়ার জানান, যারা এখনও ইউক্রেনে আছেন, তাদেরকে নিরাপদে এবং শান্ত থাকতে পরামর্শ দেয়া হয়েছে। আইএমও সবার খবর রাখতে। যে কোন সহায়তা দেবে সংস্থাটি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ-নিষেধাজ্ঞার কারণে পারমানবিক প্রকল্প নির্মাণে কোন সমস্যা হবে না।
এদিকে, পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বার্তায় বলা হয়েছে, চলমান যুদ্ধকালীন অবস্থায় ইউক্রেন থেকে আগত পোল্যান্ডে আশ্রয়রত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া বাংলাদেশ সরকার ইতোমধ্যে শুরু করেছে।
এ লক্ষ্যে, আশ্রয়রত বাংলাদেশিদের নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানার তথ্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমাম +49 1577 8676376 এর এই WhatsApp নম্বরে অথবা [email protected] ইমেইলে অতিসত্বর প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।