ভারতের জলসীমায় আটক পাকিস্তানের নৌযান

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ৯ই জানুয়ারী ২০২২ ০৯:৩৫ অপরাহ্ন
ভারতের জলসীমায় আটক পাকিস্তানের নৌযান

ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের একটি নৌযানকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড (আইসিজি)।


রোববার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, আটক করা ওই নৌযানটিতে অন্তত ১০ জন আরোহী ছিলেন। খবর এনডিটিভির


আইসিজির দাবি, স্থানীয় সময় শনিবার রাতে এক অভিযানে ইয়াসিন নামের ওই নৌযানটিকে আটক করা হয়। নৌযানটিকে গুজরাটের পোরবন্দরে তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মাদক চোরাচালানের সঙ্গে নৌযানটির সম্পৃক্ততা থাকতে পারে।


এর আগে গত বছরের সেপ্টেম্বরে আইসিজির অভিযানে গুজরাট উপকূল থেকে ১২ আরোহীসহ পাকিস্তানের আরেকটি নৌযান আটক করা হয়। এর পর গত ডিসেম্বর পাকিস্তানের একটি মাছধরার নৌকা থেকে ভারতীয় কোস্ট গার্ড আর সন্ত্রাসবিরোধী স্কোয়াডের যৌথ অভিযানে আনুমানিক ৪০০ কোটি রুপি মূল্যের ৭৭ কেজি হেরোইন জব্দ করে।