https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যে কৌশলে দ্রুত চার্জ করা যাবে স্মার্টফোন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২২, ৩:৩৪

শেয়ার করুনঃ
যে কৌশলে দ্রুত চার্জ করা যাবে স্মার্টফোন

যুগের সঙ্গে মানুষের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। আর দৈনন্দিন জীবনের এসব প্রয়োজনীয়তা মেটাতে প্রায় সব ক্ষেত্রেই বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। প্রযুক্তিনির্ভর দুনিয়ায় স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও এর চার্জ দিতে ভুলে যান বেশিরভাগ মানুষই।

এজন্য দুর্ভোগও পোহাতে হয় নিশ্চয়ই। জরুরি মিটিং কিংবা ক্লাস করছেন এমন সময় খেয়াল হলো ফোনের চার্জ ১০ শতাংশের নিচে। হাতের কাছে চার্জারও নেই। কিংবা বাসা থেকে বের হওয়ার সময় খেয়াল করলেন ফোনে পর্যাপ্ত চার্জ নেই। এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চলুন জেনে নেয়া যাক কিভাবে দ্রুত স্মার্টফোন চার্জ করা যাবে

১। ফোনটি সুইচ অফ করে চার্জ দেয়া

ফোন অন করে চার্জ করলে তুলনামূলক অনেকটাই বেশি সময় লাগে। কিন্তু ফোন অফ করে চার্জ করলে তুলনামূলক অনেক কম সময় লাগে। সেকারণে ফোন চার্জ করার সময় অবশ্যই ফোন সুইচ অফ করে চার্জ করুন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

২। ফ্লাইট মোড অন করে চার্জ দেয়া

যারা ফোন অফ করে ফোন চার্জ করতে ইচ্ছুক নন। তারা অবশ্যই ফোনে ফ্লাইট মোড অন করে চার্জ দিন। ফ্লাইট মোড অন থাকলে নেটওয়ার্কের সঙ্গে ফোন সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব। না হলে আপনার ফোনে কল , মেসেজ আসতেই থাকবে যা দ্রুত চার্জ হওয়ায় ব্যাঘাত ঘটায়।

৩। ইন্টারনেট সংযোগ বন্ধ করে চার্জ দেয়া

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অনেকের গুরুত্বপূর্ণ কাজের জন্য ফোন বন্ধ করে রাখা সম্ভব নয়। এমনকি ফোনে ফ্লাইট মোড অন রাখতেও সমস্যা। কারণ সেক্ষেত্রে কলিং এবং নেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হলে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে অন্তত নেট সংযোগ বন্ধ রাখতে পারেন। এর ফলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব।

৪। ফোন ব্যবহার বন্ধ করে চার্জ দেয়া

অনেকে ফোন চার্জ করার সময় বিভিন্ন রকম কাজ করেন। যেমন গেমিং, নেট সার্ফিং, ফোনে কথা বলা, মেসেজ করা। অথবা অফিসের বিভিন্ন কাজও করেন। এতে ফোন চার্জ হতে অনেক সময় নেয়। তাই দ্রুত ফোন চার্জ করতে এই কাজগুলো বন্ধ রাখুন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

৫। ব্রাইটনেস কমিয়ে চার্জ দেয়া

ফোন চার্জে দেওয়ার আগে অবশ্যই ব্রাইটনেস কমিয়ে দিন। এতে খুব দ্রুত ফোন চার্জ হবে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বিনিয়োগে অবদান: সম্মাননা পেল ওয়ালটন-বিকাশ-স্কয়ার-ফেব্রিকস

বিনিয়োগে অবদান: সম্মাননা পেল ওয়ালটন-বিকাশ-স্কয়ার-ফেব্রিকস

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশসেরা বিনিয়োগকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।   এদিন বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদান রাখায় চারটি প্রতিষ্ঠানকে পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ওয়ালটন, জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস

ঈদযাত্রায় সঙ্গে রাখুন এই গ্যাজেটগুলো, পথ চলবে সহজ এবং নিরাপদ

ঈদযাত্রায় সঙ্গে রাখুন এই গ্যাজেটগুলো, পথ চলবে সহজ এবং নিরাপদ

ঈদুল ফিতর আমাদের জীবনে এক বিশেষ আনন্দের সময়, কিন্তু এই সময়ে বাড়ি ফেরার জন্য যাত্রা প্রায়ই কঠিন এবং ব্যস্ত থাকে। দীর্ঘ পথযাত্রার সময় যাত্রীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তবে কিছু গ্যাজেট থাকলে সেই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব। আজকের প্রতিবেদনে ঈদযাত্রার সময় সঙ্গে রাখা উচিত এমন কিছু গ্যাজেটের কথা আলোচনা করা হবে, যা যাত্রীদের যাত্রাকে আরও আরামদায়ক, নিরাপদ এবং

"উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা"

"উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা"

উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় এই মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন। কেসিএনএ জানিয়েছে, আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ড্রোন, যা ভূমি ও সাগরে কৌশলগত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। নতুন প্রযুক্তির এই ড্রোন শত্রুপক্ষের গতিবিধি নজরদারি করতে

বাংলাদেশে দ্রুত চালু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট

বাংলাদেশে দ্রুত চালু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সময় এনজিএসও নীতিমালা অনুসরণ করে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান

ইলন মাস্কের স্টারলিংক আসছে, ইন্টারনেট সেবা নতুন দিগন্তে

ইলন মাস্কের স্টারলিংক আসছে, ইন্টারনেট সেবা নতুন দিগন্তে

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর অনুমোদন পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা, দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনাসহ বেশ কিছু শর্ত মেনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) স্টারলিংককে লাইসেন্স দিতে প্রস্তুত। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি।     বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা