প্রকাশ: ২৫ মে ২০২৫, ১০:৫০
বিশ্বকে চমকে দিয়ে চীন আবারও তার মহাকাশ ও প্রযুক্তির আধিপত্য প্রমাণ করেছে। দেশটির বিজ্ঞানীরা তাদের কৃত্রিম সূর্য প্রকল্পে নতুন রেকর্ড গড়েছেন। চীনের EAST (Experimental Advanced Superconducting Tokamak) নামের ফিউশন রিঅ্যাক্টর সম্প্রতি ১২৬ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরে রেখেছে টানা ১০৫৬ সেকেন্ড। এ সাফল্য বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।
প্রকৃত সূর্যের মতো কাজ করা এই রিঅ্যাক্টর হাইড্রোজেন পরমাণুকে একীভূত করে বিপুল শক্তি তৈরি করে। এর লক্ষ্য হলো এমন একটি বিকল্প শক্তি উৎস তৈরি করা, যা হবে পরিচ্ছন্ন, সীমাহীন এবং পরিবেশবান্ধব। যদিও এখনো বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী না, তবে চীনের সাম্প্রতিক সাফল্য এই লক্ষ্যের দিকে বড় এক ধাপ।
EAST প্রকল্পটি চীনের হেফেই শহরের ইন্সটিটিউট অফ প্লাজমা ফিজিক্স পরিচালনা করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভবিষ্যতের জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে, তা পূরণে পারমাণবিক ফিউশনই হতে পারে সবচেয়ে নিরাপদ ও টেকসই পদ্ধতি। এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।
এই ধরনের গবেষণায় বিশ্বের অন্য প্রান্তে ইউরোপ, জাপান ও আমেরিকাও কাজ করছে। তবে চীন তাদের কৃত্রিম সূর্যের মাধ্যমে যেভাবে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল তাপমাত্রা ধরে রাখতে পেরেছে, তা সত্যিই প্রযুক্তিগত এক যুগান্তকারী অর্জন। গবেষকেরা বলছেন, এটি ভবিষ্যতের শক্তি বিপ্লবের পূর্বাভাস।
তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন—তীব্র তাপমাত্রা নিয়ন্ত্রণ, শক্তি রূপান্তর প্রক্রিয়ায় দক্ষতা এবং বাণিজ্যিক স্তরে রিঅ্যাক্টর স্থাপন। এগুলোর সমাধান ছাড়া সাধারণ মানুষের ব্যবহারে এটি এখনই পৌঁছাতে পারবে না। তবুও আশাবাদী বিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ ফিউশন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, ফিউশন প্রযুক্তি বিশ্বে জ্বালানির দৃষ্টিভঙ্গি আমূল পাল্টে দেবে। একবার সফল হলে কয়েক গ্রামের হাইড্রোজেন থেকেই পুরো একটি শহরের বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এতে প্রাকৃতিক গ্যাস বা কয়লার প্রয়োজন পড়বে না। ফলে খরচও কমবে এবং পরিবেশও বাঁচবে।
বিশ্বজুড়ে যখন জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে উদ্বেগ চলছে, তখন চীনের কৃত্রিম সূর্য প্রকল্প নতুন আশা দেখাচ্ছে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এ ধরনের প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের নির্ভরযোগ্য শক্তির উৎস। বিশ্ববাসীর নজর এখন ফিউশনের পরবর্তী সাফল্যের দিকে।