থামছে না লস অ্যাঞ্জেলেসে দাবানল, নতুন শঙ্কায় বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন
থামছে না লস অ্যাঞ্জেলেসে দাবানল, নতুন শঙ্কায় বাসিন্দারা

লস অ্যাঞ্জেলেসে সপ্তাহব্যাপী চলমান দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ। ঝড়ো বাতাসের পূর্বাভাসে আগুনের ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে প্যালিসেডস এবং ইটনের দাবানলে কিছুটা অগ্রগতি হলেও পরিস্থিতি উদ্বেগজনক।  


লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারোন বাসিন্দাদের যেকোনো সময় সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ঝড়ো বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় জাতীয় আবহাওয়া পরিষেবা দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।  


ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম দাবানলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৯২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৮৯ হাজারকে সতর্ক করা হয়েছে।  


আগুনের পাশাপাশি লুটপাটের ঘটনাও বেড়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, লুটপাটের অভিযোগে এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত এলাকায় কারফিউ বলবৎ রাখা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ।  


ঝড়ো বাতাস এবং দাবানলের এই সংকটে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ জরুরি প্রস্তুতি এবং সহযোগিতার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও প্রশাসন।