ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিয়োগ্রাফী বিভাগের উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা করেছেন। শনিবার (২৯ শে ফেব্রুয়ারি) সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ ক্লিন ক্যাস্পাস কর্মসূচি পালন করেন।
ক্লিন ক্যাম্পাস অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বর থেকে পরিস্কারের অভিযান শুরু করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিয়োগ্রাফী বিভাগের প্রভাষক মোঃ ইনজামুল হক, বিপুল রায় ও মোঃ আনিসুল কবীর সহ বিভাগের ১৩৫ জন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা ১২টি গ্রুপে বিভক্ত হয়ে পুরো ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্যদিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।