প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ২০:৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মহামারি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্মার্টফোন কেনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষিত সফটলোন পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫৭ জন শিক্ষার্থী।
সোমবার (১৫ মার্চ) সফটলোন অনুমোদন কমিটির সদস্য সচিব ও ডেপুটি কন্ট্রোলার মাহফুজ মিয়া গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
মাহফুজ মিয়া বলেন, রবিবার (১৪ মার্চ) শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঋণের অর্থ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫৭ জন শিক্ষার্থী বিনাসুদের এ ঋণ পেয়েছে। ইউজিসির পরবর্তী নির্দেশনার উপর নির্ভর করছে তালিকার অন্যরা ঋণ পাবেন কিনা।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর করোনা ভাইরাস মহামারির মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘অস্বচ্ছল’ শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ঋণ দেওয়ার ঘোষণা দেয় ইউজিসি।