চিকিৎসকদের জন্য ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার ২৫টি হল রুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিশেষ বিসিএসের জন্য ৩১ হাজার ২৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ২৭ হাজার ৫৭৩ জন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৪৫৩ জন।
দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। করোনার কারণে এবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে হলে ঢুকতে হয়।
পিএসসি বিজ্ঞপ্তিতে বলেছে, বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা।
পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।